সহজযোগ বাংলাদেশ
আপনাকে স্বাগত
জানাচ্ছে এই ওয়েবসাইট-এ | প্রতিদিন
আমরা সকালবেলায়
দেখি প্রকৃতি কেমন
ভাবে নিজেকে সাজিয়ে
রেখেছে এক পবিত্র সুন্দরতা
দিয়ে, ঋতু পরিবর্তন-এর
সাথে সাথে আম গাছে
আম, কাঁঠাল গাছে
কাঁঠাল, জাম গাছে
জাম হয়ে চলেছে, প্রতিদিন
কতরকম ফুল নিজের
মনে ফুটে চলেছে
তাদের এক এক প্রকারের সুগন্ধ নিয়ে | তারপর
সেই ফুল থেকে ফল
হচ্ছে, সেই ফল থেকে
আবার গাছ - তার থেকে
আবার নতুন ফুল-ফল | আমরা কি
কখনো ভেবে দেখি
যে কোন শক্তি এই
সব চালনা করছে ? কোন শক্তি
এমন কি আমাদেরও
তৈরি করেছে অ্যামিবা থেকে
আর প্রতিনিয়ত করে
চলেছে সমস্ত জীবন্ত
ক্রিয়া ?
সহজযোগ
প্রকৃতির এই শক্তির
সঙ্গে করে দেয়
আমাদের মিলন, সহজযোগের মাধ্যমে
আমাদের ভিতরে প্রকৃতি প্রদত্ত যে শক্তি আছে
তার মিলন হয় চরাচরের
বিস্তৃত সেই সম্যক
শক্তির সাথে, যেন জলের একটি বিন্দু মিশে যায় সাগরের
সাথে | এক অনাবিল
আনন্দে শরীর ও মন ভরে ওঠে
ও মুক্ত হয়ে
যায় মনের ও শরীরের সমস্ত কষ্ট, যন্ত্রনা ও
গ্লানি | নিয়মিত
সহজযোগ ধ্যান অভ্যাসের ফলে ধীরে ধীরে
নিরাময় হয় বহু
রোগের | সহজযোগের
মাধ্যমে আজ পৃথীবির
১৫০ টিরও বেশি
দেশে লক্ষ লোক
উপকৃত এবং রাশিয়া, ইটালি, আমেরিকা, অস্ট্রেলিয়ার
মতো বহু দেশে মানসিক-স্থিতি
স্থাপন ও রোগ নিরাময়ের
জন্য সহজযোগ আজ সরকারী
ভাবে স্বীকৃত |
এই আপাত অসম্ভব
ঘটনা ঘটিত হয় প্রকৃতির
স্বাভাবিক নিয়মেই, এবং অতি সহজ
পদ্ধতিতে | এর জন্য
কোনো পয়সার দরকার
হয় না | যেমন ভাবে
একটা বীজ মাটিতে
পুঁতলে, তাকে
জল দিলে যত্ন করলে, নিজে থেকেই তার থেকে
চারা অঙ্কুরিত হয় আর তা বড়
হয় নিজে নিজেই, সহজযোগও সেই
ভাবেই কাজ করে | বলুন তো
কত টাকা আমরা পৃথিবী
মাকে দিই আমাদের
খাবার, ফুল, ফল দেওয়ার
জন্য ? কত টাকা
এক শিশু দেয় তার মাকে তার
জন্ম দেওয়ার জন্য
তাকে বড় করার জন্য ? আমরা কি একটা
পয়সাও দিতে পারি
আমাদের দৈনন্দিন
জীবনের অত্যাবশ্যক
জিনিসের জন্য
- আকাশকে আমাদের
আলো দেওয়ার জন্য, বায়ূ দেওয়ার
জন্য ? সেইরকম
আমাদের প্রকৃতির
স্বাভাবিক নিয়মে
হওয়া আমাদের মধ্যের
শক্তির সাথে পারিপার্শ্বের
শক্তির সংযোগের
জন্যও আমাদের কোনো
পয়সা কিছু করতে
পারে না | একটা মোমের
বাতিকে আগুন জ্বালাতে
গেলে তার যেমন
আরেকটি আগুনের
স্পর্শ লাগে - সেই রকম
আমাদের প্রাণের ভিতরের
এই শক্তি জেগে
ওঠে কারুর ছোঁয়ায়, যার
মধ্যে এই শক্তির
আগুন প্রজ্জ্বলিত | আমাদের মধ্যের এই শক্তিকে বলা হয় কুণ্ডলিনী শক্তি আর তার জাগরণের মাধ্যমে আমাদের হয় আত্ম-সাক্ষাত্কার লাভ | মনে করে
দেখুন আমাদের প্রিয়
কবি রবীন্দ্রনাথ
ঠাকুরের কি বলেছেন তার গানের
ভাষায়:
আগুনের
পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন
পুণ্য করো দহন দানে
তাই আসুন
আজ আমরা অনুভব করি এই
শক্তির প্রকাশ
আমাদের মধ্যে
- যা আমাদের করে তুলবে শান্ত, সুন্দর ও পবিত্র সেই আগুনের
পরশমনির ছোয়ায়, নিয়ে আসবে
এক ভবিষ্যত যার
জন্য আমরা প্রতিটা
মানুষ অপেক্ষা
করে আছি |